
টস জিতে ব্যাটিং করা সফরকারী জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা তার বোলিং নৈপূণ্যের কাছে হার মেনে একে একে প্যাভিলিয়নের পথ ধরেন। একাই শিকার করেন ৬ উইকেট। এছাড়াও টেস্টে অভিষেক হওয়া লেগ স্পিনার জুবায়ের ২টি, শাহাদাত ও তাজুল একটি করে উইকেট পান। সফরকারী জিম্বাবুয়েকে ২৪০ রানেই অল আউট করে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ২৪০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ।
শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়েই। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে।
৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মধ্যহ্ন বিরতির পর পর্যন্ত ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। ব্যাটিং ক্রিজে আছেন সিকান্দার রাজা (৪৩ রান) এবং ইলটন চিকুম্বুরা (১৪ রান)। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই টাইগার বোলারদের জোড়া আঘাতে সাজঘরে ফিরেছেন জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান। প্রথম দিকের ধাক্কা সামলিয়ে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশের পক্ষে সিবান্দার (৬ রান) উইকেটটি নিয়েছেন শাহাদাৎ হোসেন, মাসাকাদজা (১৩ রান) ও চিগুম্বুরার (২৯ রান) উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ব্রেন্ডন টেইলর (২৮ রান) এবং জিম্বাবুয়ের সেরা স্কোরার সিকান্দার রাজার (৫১ রান) উইকেটটি নিয়েছেন আজকের ম্যাচে অভিষেক হওয়া লেগ স্পিনার জুবায়ের হোসেন।
লাঞ্চবিরতিতে তাদের সংগ্রহ ছিল ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭। সিকান্দর রাজা ৩৪ ও ব্রেন্ডন টেইলর ২৪ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান। লাঞ্চবিরতির পর আর ৪ রান যোগ করতেই অভিষিক্ত জুবায়ের হোসেন লিখনের বলে আউট হন ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজা।এর আগে বাংলাদেশের পক্ষে প্রথম ওভারেই উইকেট নেন দির্ঘদিন পর দলে ফেরা শাহদাত হোসেন। ওপেনিং ব্যাটসম্যান সিবান্দার উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে উল্লাস এনে দেন শাহাদাত। এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসানের শিকার হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার হেমিলটন মাসাকাদজা।
২০০৫ সালের জানুয়ারিতে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। পুরোনো শত্রুদের নতুন করে হারানোর জন্য মুখিয়ে রয়েছে টাইগাররা। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের এই সিরিজ স্বাগতিকরা যদি কমপক্ষে ১-০ ব্যবধানেও জিততে পারে, তাহলে টেস্ট র্যাংকিংয়ে ১০ থেকে প্রথমবারের মতো নয়ে উঠে যাবে বাংলাদেশ। আর এটি ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধরে রাখতে পারলে ইন্টারকন্টিনেন্টাল কাপের শীর্ষ দলের সঙ্গে টেস্ট খেলে লজ্জায় পড়তে হবে না মুশফিক বাহিনীকে। শনিবার শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট। এদিকে বাংলাদেশের হয়ে ৭৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। জুবায়ের হোসেন মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, শামসুর রহমান, মমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডান টেইলর(অধিনায়ক), সিকান্দার রাজা বাট, রেজিস চাকাবা, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এলটন চিগুমবুরা, ক্রেইগ আরভিন, তাফাদজা কামুঙ্গোজি, হ্যামিলটন মাসাকাদজা, শিঙ্গিবগরাই মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, নাতসাই এমসাঙ্গবে, রিচমন্ড মুতুমবামি, জন নিউম্বু, তিনাসে পেনিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, ম্যালকম ওয়ালার।