রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

টাঙ্গাইলে খালেদা জিয়াকে বিএনপির নেতাকর্মীদের অভিনন্দন

K Ziaবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টাঙ্গাইল যমুনা রিসোর্টে পৌঁছেছেন। আজ শুক্রবার রাত ৯টায় তিনি যমুনা রিসোর্টের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেন। পূর্বে মিজাপুর, টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গাতে খালেদা জিয়াকে মহাসড়কে রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান। রাত ৮টা ৪৫ মিনিটি এলেঙ্গায় খালেদা জিয়া পৌছালে কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফর রহমান মতিন তাকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে শত শত নেতাকর্মী নিয়ে দাড়িয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানান।
এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে রয়েছেন- ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবীব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সেক্রেটোরি মারুফ কামাল খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারন সম্পাদক হাবীবুর রশীদ হাবিব প্রমূখ। এছাড়াও খালেদা জিয়ার গাড়িতে আছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। টাঙ্গাইলের ২০ দলীয় জোটের নেতৃবৃন্দরাও রয়েছেন গাড়িবহরে।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভায় যোগদানের উদ্যেশে তিনি শুক্রবার রিসোর্টে রাত্রিযাপনের পর শনিবার সকালে ১১ টায় জামালপুরের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর নাটিয়া পাড়া,করটিয়া, আশেকপুর বাইপাস,এলেঙ্গা সহ বিভিন্ন স্থানে বিএনপি’র নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

Spread the love