দিনাজপুর প্রতিনিধি : সাবেক সংগ্রামী ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) থেকে চার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, কৃষিবিদ শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক শোক বার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত মোমেন শাহাজাহানের মৃত্যুতে জাতি একজন কৃষিবিদ ও দেশ প্রেমিক রাজনীতিক হারালো।