
বলিউড অভিনেত্রী টাবু এবং শ্রদ্ধা কাপুর তাদের আসন্ন সিনেমা ‘হায়দারে’ নিজেদের গলায় কাশ্মীরি লোকসঙ্গীত গেয়েছেন। কাশ্মীরি এই লোকসঙ্গীত ‘রোশে ভ্যালে’ গানটি কাশ্মীরের পুরনো বিখ্যাত একটি লোকসঙ্গীত। এর পূর্বে শ্রদ্ধা কাপুর নিজের ‘এক ভিলেন’ ছবিতে ‘তেরি গলিয়া’ গানটি প্রথম গেয়েছিলেন এবং সেটি যথেস্ট প্রশংসা কুড়ায় দর্শক মহলে। তবে টাবু এই প্রথমই ছবির কোন গানে নিজে কণ্ঠ দিলেন।
নিজের গলায় প্রথম একটি গান গেয়ে খুবই উচ্ছসিত টাবু। গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, টাবু এবং শ্রদ্ধা এই গানটি একটি অনুষ্ঠানে সরাসরিও গাইবেন। বিশাল ভরদ্বাজের এই ছবিটিতে টাবু এবং শ্রদ্ধা দু’জনেই খুব গুরম্নত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত উপন্যাস ‘হ্যামজলেটে’র অবলম্বনে নতুন এই ছবিটি ২ অক্টোবর মুক্তি পাবে।