শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টিসিবির নিকট চিনি বিক্রি করার দাবি সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের

Bocha-Sugarদিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানের কান্তা ফার্মে কিছু জমি রাতের আধারে ভুমি দস্যু কর্তৃক দখল কৃত জমি উদ্ধার ও গত তিন মৌসুমের আখ মারাই কৃত অবিক্রিত  ১১,৪৩২,৫৫ মেঃ টন চিনি টিসিবির নিকট বিক্রির দাবিতে গত ১৩ মে মঙ্গলবার সেতাবগঞ্জ চিনিকলের মুল ফটকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল, সাধারন সম্পাদক প্রশান্ত চৌহান, শ্রমিক নেতা মোঃ মহিদুল ইসলাম, ওবাইদুল হক, আমজাদ হোসেন, আকতার আলী, ইলিয়াস সরকার, বজলুর রশিদ প্রমুুুুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন গত তিন মৌসুমের ৪৫,৭৩ কোটি টাকার চিনি অবিক্রিত থাকায় শ্রমিক কর্মচারী/ কর্মকর্তারা বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন জাপন করছে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হতে চলেছে । তাই চিনিকলের অবিক্রিত  ১১,৪৩২,৫৫ মেঃ টন চিনি টিসিবির নিকট বিক্রি করে শ্রমিক কর্মচারী/ কর্মকর্তাদের বেতন ও কৃষকদের বকেয়া পরিশোধে সরকারকে এগিয়ে আসার আহবান জানান। এবং কান্তা ফার্মের পুর্ব সাদীপুর মৌজায় চিনিকলের  জমি রাতের আধারে ভুমি দস্যু কর্তৃক দখল হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জমি উদ্ধারের দাবী জানান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফা।