সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধীতে শ্রদ্ধাঞ্জলী দিনাজপুর শহর আওয়ামীলীগের

আব্দুর রাজ্জাক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে দিনাজপুর শহর আওয়ামীলীগ।

১৪ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধীতে উক্ত শ্রদ্ধাঞ্জলী জানান দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু’র নেতৃত্বে অন্যান্য নের্তৃবৃন্দ। উক্ত সময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সহ সভাপতি শাহ্ ইয়াজদান মার্শাল, আশিষ কুমার ব্যানার্জী বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম, সহ দপ্তর সম্পাদক মো. নাজমুল আলম, সহ প্রচার সম্পাদক মাইনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরমান আলী আলম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক কোরাইশি দুলাল, শ্রম সম্পাদক রণজিৎ কুমার দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মেহবুব হাসান চৌধুরী লিটন, দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়সহ শহর আওয়ামীলীগের উপদেষ্টা, নির্বাহী সদস্যবৃন্দ ও শহরের ১২টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ। এর আগে নেতৃবৃন্দ সমাধীনস্থ জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আত্মার মাগফিরাত কামনা করে বাদ জুম্মা মিলাদ-মাহফিল শেষে দোয়া করেন।

Spread the love