বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাকচাপায় দুই বিজিবি সদস্য নিহত হওয়ার ফুলবাড়িতে পুলিশ-বিজিবির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকচাপায় দুই বিজিবি সদস্য নিহতের ঘটনায় ময়দার মিলের শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে পুলিশ-বিজিবি সদস্যদের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে পুলিশ-বিজিবির গুলিতে ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

আহতদের মধ্যে আবুল হোসেন (৩৫) ও মজিদুল ইসলাম (২৬) এর নাম জানা গেছে। গুলিবিদ্ধ আবুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শুক্রবার দুপুর ২টার দিকে মোটরসাইকেলে করে বিজিবি ক্যাম্পে যাওয়ার পথে ফুলবাড়ি-দিনাজপুর সড়কের শান্ত-কান্ত রাইস মিলের সামনে ট্রাকের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য নিহত হন। নিহত বিজিবির দুই সদস্য হলেন- আল আমিন (২৩) ও মোঃ রুবেল (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচাপার ওই ঘটনার পরপরই ওই স্থান দিয়ে যাচ্ছিলেন বিজিবির অপর দুই সদস্য। এ সময় তারা ওই ট্রাকটির পিছু নেন। ট্রাকটি মির্জা ময়দার মিলে প্রবেশ করলে তারাও ওই মিলের সামনে হাজির হন এবং মিলের ভেতর প্রবেশের চেষ্টা করেন। কিন্তু মিলের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় বিজিবির সদস্য এক নিরাপত্তাকর্মীকে চড় মারেন। এ সময় মিলের কর্মচারী ও এলাকাবাসী দুই বিজিবি সদস্যকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে ক্যাম্প থেকে দুই পস্নাটুন বিজিবি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ-বিজিবির সদস্যরা স্থানীয়দের এলোপাতাড়ি মারধর শুরম্ন করেন। পরে ময়দা মিলের শ্রমিকদের সঙ্গে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশ-বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মুসত্মাফিজুর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের সময় বিজিবি-পুলিশের ছোড়া গুলিতে ৪জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

তবে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাবের সদস্যরা টহল দিচ্ছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে বিজিবির সদস্যরা তাদের ক্যাম্পে সশস্ত্র অবস্থায় রয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন।

 

Spread the love