বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

মো. জাকির হোসেন : সৈয়দপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টায় শহরের রেলওয়ে স্টেশনের রেললাইনের পাশ থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃদ্ধাটি প্রায় প্রতিদিনই সৈয়দপুর শহরে ভিক্ষাবৃত্তি শেষে রাতে রেলওয়ে স্টেশনের প্লাটফরমে ঘুমাতো। ঘটনার দিনও ভিক্ষাবৃত্তি শেষে রাত ৮টায় প্লাটফরমে ঘুমানোর জন্য আসার সময় রেললাইন পার হতেই খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির নিচে পড়ে গিয়ে দুইভাগে বিভক্ত হয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু ঘটে।

সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃদ্ধার বাড়ি চিলাহাটির ভাউলাগঞ্জ এলাকায়। তবে তার নাম ও প্রকৃত ঠিকানা জানেন না বলে জানান তিনি।