সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২.৩০ টায় সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব:) আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসব কর্মসুচী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঠাকুরগাঁও জেলা শাখার সিনিয়র উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) জয়নুল ইসলাম, উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু সুফিয়ানসহ প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা সামরিক বাহিনীর গৌরবময় স্মৃতিচারণ করেন এবং সামরিক বাহিনীর অবদান নিয়ে আলোচনা করেন। এছাড়াও ঠাকুরগাঁও প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা কর্তৃক বিভিন্ন সময়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করে থাকেন বলে জানান।

আলোচনা সভাশেষে সংক্ষিপ্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা,রাঙ্গামাটিতে নিহত হওয়া সৈনিকদের আত্মার মাগফেরাত কামনাসহ শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া সামরিক সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Spread the love