শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের আব্দুল্লাহ হান্নান ওরফে লাদেন চট্টগ্রামে আটক

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা সরকার পাড়া এলাকার ইনতাজুর রহমানের ছেলে আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাস্থ কুলগাঁও এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত  ১১টার দিকে থানার কুলগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া হান্নান দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার সরকার পাড়া এলাকার ইনতাজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের এডিসি (জনসংযোগ) আনোয়ার হোসেন।

এসময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি মোবাইল সেট ও ১১টি উগ্রবাদী জিহাদি বইও উদ্ধার করা হয় বলে জানান তিনি।