বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে মুক্তারুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি আটক হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সীমান্তের ৩৮০/৩ পিলারের ওপারে ভারতের অভ্যন্তরে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লাহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক মুক্তারুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড় চড়ইগতি গ্রামের লফিজ উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবি সূত্রে জানায়, অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাকে আটক করে। এ ঘটনার পর তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ কে চিঠি দিয়েছে বিজিবি।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের অপারেশন অফিসার মেজর এটিএম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হবে। বৈঠকে আটক মুক্তারুলের বিষয়টি নিয়ে আলোচনা হবে।

Spread the love