রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের মলানী সীমান্তে ২ চোরাকারবারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে ইমরান (২০) ও আমির হোসেন (২১) নামে দুই গরু চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ইমরান হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের নাজমুল আকতারের ছেলে ও আমির হোসেন একই গ্রামের আনিসুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ বিন ইসহাক জানান, সোমবার রাত পৌনে ১১টায় ভারত থেকে বাংলাদেশে আসার সময় মলানী সীমান্তের ৩৭১ পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই দুই জন গরু চোরাকারবারীর সাথে দীর্ঘদিন ধরে জড়িত।

Spread the love