রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার মুক্তার বস্তিতে পুকুরে গোসলের করতে গিয়ে দুই শিশু মারা গেছে। তারা হলো : রফিকুল ইসলামের ছেলে রাজু (৮) ও মেহের আলীর মেয়ে মেরিনা বেগম (৮)।
সোমবার বিকেলে ওই গ্রামের শিমুল পাড়া পুকুরে নামলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মুক্তারবস্তি গ্রামের ৪ জন ছাত্র-ছাত্রী শিমুলপাড়া পুকুরের পাশে বইপত্র রেখে গোসল করতে থাকে। এ সময় হঠাৎ রাজু (৮) ও সহপাঠি মেরিনা বেগম (৮) পানিতে তলিয়ে যায়। অন্য দু শিশুর চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে শিশু দুটি মৃত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি সরেজমিনে গিয়ে শিশুদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি।