ঠাকুরগাঁওয়ে আকতারুল ইসলাম (২৮) নামে এক অটো চালক অপহরন হয়েছে বলে দাবি করেছে অপহৃত ব্যক্তির পরিবার। গত বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় অপহৃত ব্যক্তির স্ত্রী ময়না আখতার ৪ জনকে আসামী করে থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে রেজাউল করিম (২৮) ও ফিরোজ (২০) নামে ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত মঙ্গলবার অপহৃত আকতারুল ইসলাম ভাড়াটে অটো রিক্সা নিয়ে বের হয় উর্পাজনের জন্য। কিন্তু ওই দিন রাতে সে অটো রিক্সা মালিককে জমা দেয়নি। অনেক খোঁজাখোঁজির পর অটো মালিক বেলাল হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর পাঞ্জীয়ার পাড়া এক ভূটা ক্ষেতের পাশ থেকে উদ্ধার করে অটো রিক্সাটি। কিন্তু অটো চালক আকতারুল ইসলামকে সেখানে পাওয়া যায়নি। অটো মালিক বেলাল আখতারুলের পরিবারকে খবর দেয়। পরে অটো চালকের পরিবারের লোকজন ঠাকুরগাঁও থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় অপহৃত ব্যক্তির স্ত্রী ময়না আখতার ৪ জনকে আসামী করে থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। আসামীরা হলেন- রেজাউল করিম, ফিরোজা বেগম, বিউটি আখতার ও ফিরোজ হোসেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান জানান, মামলা হওয়ার পর পুলিশ তাৎক্ষনিক ভাবে ২জন আসামীকে গ্রেফতার করা হেেয়ছে। আসলে অটো চালক অপহরন হয়েছে কি না পুলিশ তদন্ত করছে। অপহৃত অটো চালককে উদ্ধার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।