বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আত্নহত্যার প্রবণতা ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ শনিবার ২৪ মে সকাল ১১.০০ টায় ঠাকুরগাঁও সরকারি কলেজে যুব সমাজের মধ্যে আত্নহত্যা প্রবণতা ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে, নানা বিষয় উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে আত্নহত্যা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মনোবিজ্ঞানি শামিমা আক্তার তিনি, আত্নহত্যা কী, মানুষ কোন আত্নহত্যা করে এর প্রতিকার সমন্ধে আলোচনা করেন। তিনি বলেন সৃষ্টিকর্তা আত্নহত্যাকে ঘৃনা করেন। সৃষ্টিকর্তা মানুষ কে সৃষ্টি করে তাকে নানা রকম পরীক্ষা করেন। তিনি বলেন, মানসিক সমস্যার কারনে বিষন্নতার কারণে ৪৬% আত্নহত্যা করে। তিনি বলেন আমাদের দেশে ১১ থেকে ২৫ বছরের ছেলেমেয়েদের মধ্যে আত্নহত্যার হার ৭৪.৬১% এছাড়া ও তিনি আত্নহত্যা প্রতিরোধের ব্যাপারে নানা রকম প্রতিকার এর উপায় তুলে ধরেন। আত্নহত্যা সমন্ধে মূল আলোচক জনাব জাবেদ ইমরান, (ঢাকা) তার আলোচনা করেন তিনি বলেন, মন এমন একটা জিনিস যাকে ধরা যায়না ছোয়া যায় না। তিনি আরও বলেন, মনের শক্তিকে বুঝাতে হলে জানতে হবে জীবন কী, এছাড়াও তিনি জীবনে সকলকাম হবার ব্যাপারে নানা বিখ্যাত ব্যাক্তির জীবনী আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব, মুখেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মির্জা ফয়সাল মাহমুদ, চীফ জুডিশীয়াল মেজিষ্ট্রেট, জুলফিকার আলী ড. শহীদ  উজ জামান, ড. খায়রুল কবির সহ আরও অনেকেই।