বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আলোর মিছিল

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : আধার ঘুটিয়ে নুতুন আলোয় এগিয়ে যাবে বাংলাদেশ এই শ্লোগান নিয়ে ২৫ শে মার্চ কালো রাতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগাঁওয়ে আলোর মিছিল করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

 

বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের আমাদের বাজারের সামনে থেকে একটি আলোর মিছিল নিয়ে অপরাজেয় ৭১ এ গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি আফরোজা পারভিন রিকা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, আন্দোলন সম্পাদক শেফালি বেগম, অর্থ সম্পাদক গীতা রানী রায়, সদস্য রুমা দাশ।

 

সভাপতি ও সম্পাদক তাদের বক্তব্যে ২৫ মার্চের কালো রাতের তাৎপর্য তুলে ধরে। পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।