ছিনতাইকারীদের নির্যাতনে আহত ইউপি সদস্য মাঈন উদ্দীন শরীফ (৩৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত ২ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউপি সদস্য মাঈন উদ্দীন শরীফ মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন । ২ সহযাত্রী সহ বাড়ি ফেরার পথে কমলাডাঙ্গা পুকুর নামক স্থানে পৌছলে ৩/৪ জনের একদল দূর্বৃত্ত তাদের গতিরোধ করে দাঁড়ায় এবং ইউপি সদস্য মাঈন উদ্দীন শরীফ ও তার সহযাত্রী ফনি বর্মনকে বেধরক মারপিট করে একটি ডায়ুং মোটর সাইকেল নগদ ১২ হাজার ১২০ টাকা এবং ৩টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারিরা ইউপি সদস্য মাঈন উদ্দীন শরীফ সহ অপরদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু ইউপি সদস্য মাঈন উদ্দীন শরীফ এর অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৬ টায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় ইউপি সদস্যের সহযাত্রী মেজবাউল হাসান খাঁন নয়ন বাদি হয়ে ঘটনার পরদিন রবিবার রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে।
পুলিশ এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ফরমান আলী (৪২) এবং তরিকুল ইসলাম(২৬) নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত ফরমান সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের হাসান আলীর পুত্র এবং তরিকুল একই গ্রামের বজলুর রশিদ পালান এর ছেলে । বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।