ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী বিএসএফ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে। ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (২৮)। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট গড়িয়াল গ্রামে। আজ সোমবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮১ নং পিলার এলাকা থেকে সাদ্দামকে ভারতের ১২১ নাটুয়াটলী বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়।এদিকে বিজিবির ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাংলাদেশী যুবককে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে এক বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে গেছে
Please follow and like us: