শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে এমকেপির সাইকেল র‌্যালি

রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলে ঠাকুরগাঁওয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মানব-কল্যাণ পরিষদ-এমকেপির উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে মহিলা বিষয়ক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্কুলের শিার্থী, এনজিও কর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

 

এর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এহিয়া রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নেসা প্যারিস, নির্বাহী ম্যজিস্ট্রেট রিফাত ফেরদৌস, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান, এমকেপির সমন্বয়কারী সাদেকুল ইসলাম, এমকেপির জেন্ডার উন্নয়ন কর্মকর্তা মৌসুমী রহমান প্রমূখ।