
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের উদ্যোগে সদর উপজেলা বিভিন্ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে কয়েকটি স্কুলের প্রধান শিক্ষককের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরাতুন নেহার প্যারিস।
সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানান, পর্যায়ক্রমে সদর উপজেলা সকল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। খেলাধুলা ছাড়া শিক্ষার্থীরা মেধার বিকাশ ঘটানো সম্ভব নয়। তাই উপজেলা পরিষদ এই উদ্যোগ গ্রহন হরা হয়েছে।