ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪২ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তায় প্রদান করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম, মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।