
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ব্লগার ও লেখক অভিজিতকে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণজাগরন মঞ্চ জেলা শাখা।
শনিবার দুপুরে শহরের চৌরাসত্মায় ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচী চলাকালে গনজাগরন মঞ্চের জেলা আহবায়ক রেজুয়ানুল হক রেজুসহ বক্তারা বলেন, ব্লগার অভিজিতকে যারা হত্যা করেছে তাদের দ্রুত খুজেঁ বের করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।
মানববন্ধনে গনজাগরন মঞ্চের নেতারা কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please follow and like us: