
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বছর ব্যাপি গরূ মোটাতাজাকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যেক্তাদের আয় বৃদ্ধিকরণ এবং কর্মসস্থান সৃষ্টির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ঠাকুরগাঁও ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার গোবিন্দনগরে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ন সচিব সারোয়ার মাহমুদ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আ ফ ম ফজলে রাববী, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান প্রমূখ।
কর্মশালায় বছর ব্যাপি গরু মোটাতাজাকরণের ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যেক্তাদের আয় বৃদ্ধিকরণ এবং কর্মসস্থান সৃষ্টির উপর বিশদ আলোচনা করা হয়। পরে ইএসডির পক্ষ থেকে অতিথীদের ক্রেস্ট তুলে দেয় ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান।