রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে চালকল মালিকদের বিক্ষোভ : স্বারকলিপি পেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : চালকল মালিকদের উৎপাদিত চাল সংরক্ষনে পিপি ওভেন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির শতাধিক সদস্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রশিদ আলী,সাধারণ সম্পাদক কেএম লায়েক আলী এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু। বক্তারা পাট জাত পণ্যের ব্যবহার আইন ২০১০ এর একটি ধারা উল্লেখ করে বলেন, শুধু মাত্র চাল কলের ক্ষেত্রে পিপি ওভেন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। অথচ সার, আটা, ময়দা, ডাল, চিনি, পণ্য প্যাকেট জাত করতে অবাধে পিপি ওভেন ব্যাগ ব্যবহার করা হচ্ছে।
তারা আরও বলেন চটের ব্যাগ পিপি ওভেন ব্যাগের চাইতে দাম বেশী।  উক্ত ব্যাগ ব্যবহার করায় চালের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এহেন অবস্থায় হাসকিং মিলে পিপি ওভেন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের  আইন সংশোধনের দাবি জানান। পরে সমিতির নেতৃবৃন্দ  জেলা প্রশাসককের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি  স্বারক লিপি দেয়।

Spread the love