ঠাকুরগাঁও প্রতিনিধি : মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে ঠাকুরগাঁওয়ে দরিদ্র অসহায় চক্ষু রোগীদের জন্য ছানিমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও সেফ হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। কর্মসূচি উপলক্ষে মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক এএনএম ইমাম হাসানাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বালিয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূইয়া, দেবীপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সুলতান আলম,সেফ হাসপাতালের সভাপতি এ্যাড. বদিউজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, এই কর্মসূচিতে বালিয়া ইউনিয়নের ৭২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে।