
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি-জামাতের মদদপুষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও বলাকা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় এক সমাবেশে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবু হোসের রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সহ-সভাপতি কুরবান আলী, মানিক আলী, তৌসিফ আরাফাত লিয়েন, যুগ্ন-সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রাজিউর রহমান রাজু প্রমূখ ।
বক্তারা এসময় দেশ হতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দেশ, মাটি, মানুষকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সকল সদস্যরা।