ঠাকুরগাঁও প্রতিনিধি : বসতভিটা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধু খুন হয়েছে।
আহত হয়েছে আরো ২ জন। এদের মধ্যে ১ জনকে মুমুর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পার্শেব ছাই ফেলতে যায়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হয় তার স্বামী সহিদুল ও আশিরুল (৪০) নামে এক প্রতিবেশী।
উলে্লখ্য বসতভিটার ৮ শতক জমি নিয়ে সহিদুলের সাথে একই এলাকার নবাব ও দুলালের সাথে বিরোধ চলছিল।
রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম জানান, এখনো কোন মামলা করা হয় নাই। লাশ উদ্ধার করে ময়নাতন্দের জন্য পাঠানো হয়েছে।