
রবিউল এহসান রিপন,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আটক জঙ্গি সাহেব জানকে (২০) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার বিকেলে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোল্লা সাইফুল আলম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাহেব জান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সাহেব জান নামে এক জঙ্গি সদস্যকে আটক করে পুলিশ। পরে ওই জঙ্গির বাসায় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। সাহেব জান ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসায় তথ্য পাওয়া গেছে।