শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী ১৪ দলের মানবন্ধন ও সমাবেশ

মো: রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ১৪ দলের আয়োজনে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কূরাইশী, সহ-সভাপতি মকবুল হোসেন বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ন্যাপের সভাপতি বলরাম গুহ ঠাকুরতা, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান রাজু প্রমূখ।

Thakurgaon Humanমানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা জানান, বাংলাদেশ অসাম্প্রদায়িত চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাই নেই। জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ড প্রতিহত করবেই।