ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল আলম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের প্রফেসর চৌধুরী লায়লা আরজুমান্দ বানু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নেসা প্যারিস প্রমুখ। এর পূর্বে শহরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে শেষ হয়।