মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘‘ জল আছে যেখানে, মাছ চাষ সেখানে ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে ঠাকুরগাঁও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা মৎস্য অফিসার আব্দুস সাত্তার, খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমূখ।

সংবাদ সম্মেলনে মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ ও বিধিমালা-১৯৮৫ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় ও মৎস্য সংরক্ষনের বিষয়ে আলোচনা করা হয়।