বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের গোবিন্দনগর বিসিক শিল্প এলাকার সামনে মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি সদর উপজেলার শীবগঞ্জ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও রোড থেকে আসা একটি ভ্যান বিসিক এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় আলম। তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

Spread the love