শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ১ ঘন্টা কর্মবিরতি পালন

তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে ১ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসন অফিস প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক উপেন্দ্র নাথ বর্মন, মাসুদ রানা, বজলুর রহমান প্রমুখ। বক্তারা ঠাকুরগাঁওয়ে তৃতীয় শ্রেণীর সকল কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবি জানান।