
প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণী কর্মচারিদের
পদবী পরিবর্তন ও বেতনস্কেল সমন্বয়করণ
এর দাবিতে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপি
কর্মবিরতি পালন করছে বাংলাদেশ
কালেক্টরেট সহকারি সমিতি ঠাকুরগাঁও
জেলা শাখা। আজ সোমবার তৃতীয় শ্রেণী
কর্মচারিরা অফিসে হাজিরা দিয়ে সকাল
১০টায় জেলা প্রসাশক কর্যালয় চত্বর থেকে
একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি
কোর্ট চত্বর ঘুরে একই জায়গায় গিয়ে
দিনব্যাপি কর্মবিরতি শুরু করে। এসময়
সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ
সম্পাদক উপেন্দ্র নাথ বর্মন, শহীদুল ও মাসুদ
রানাসহ নেতারা অবিলম্বে তাদের দাবি মেনে
নেয়ার সরকারের প্রতি আহবান জানান।