
রবিউল এহসান রিপন,ষ্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে এক অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে অমানবিক পাশবিক নির্যাতনকারী ও তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঠাকুরগাঁও এনজিও শেল।
বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চৌরাস্তা এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও মহিলা বিষয়ক কর্মকর্তা মোশের্দ আলী খান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, কাউন্সিলর দ্রোপদি দেবী আগারওয়ালা, এনজিও সেলের সাধারণ সম্পাদক এম এস নুরবানু, এসকেএস নির্বাহী পরিচালক আম্বিয়াতুন জান্নাত, সাপ্তাহিক উত্তর কথার সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংবাদিক নাজমুল ইসলাম, এনজিও সেলের সিনিয়র কর্মতর্কা নাজনিন বেগম সিন্ধা প্রমুখ।
পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের বরাবরে অমানবিক পাশবিক নির্যাতনকারী ও তাদের সহযোগিদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।