
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নে পূজা মন্ডপ ও ধামের গানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধামের গানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটিরি সহ-সম্পাদক রাজিউর রেজা চৌধুরী খোকন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাদেরম্নল হক চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক হরেক বর্মন, পূজা মন্ডপের সভাপতি মোহিনী বর্মন, ওয়ার্ড মেম্বার বাবু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা ক্লিনিক মালিক সমিতির যুগ্ন সম্পাদক রোমেল চৌধুরী।