শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর নর্থ এগ লিমিটেড নামে একটি মুরগির খামারের সৃষ্ট বর্জ্য মারাত্মকভাবে দূষণের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এই খামারের ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্যের দুর্গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এই দুর্গন্ধের প্রতিকারের জন্য বিক্ষোভ করেছে এলাবাসী।
এলাকাবাসী ও কৃষকদের অভিযোগ খামারের পতিত বর্জ্যরে কারণে এখানকার বিস্তীর্ণ এলাকার ফসলি জমি অনাবাদি থাকছে। খামারের পাশ দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পরেছে।
জানা যায়, বিশাল এই মুরগি খামারটিতে লেয়ার ও বয়লার জাতের কয়েক লক্ষ্যে মুরগি রয়েছে। এলাকার জনসাধারণ অভিযোগ করে বলেছেন, এই খামারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্জ্য ফেলা হচ্ছে পাশের জমিতে।
ওই এলাকার জাহাঙ্গীর, নাসির, কামাল ও শরিফুল জানান, খামার মালিক প্রভাবশালী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হলেও কোনো কাজ হচ্ছে না। সড়ক পথের সাথে খামারটির বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে খামারের সাথে থাকা একটি খোলা জায়গায়। ওসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে স্কুলের ছাত্রছাত্রীসহ ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।
এলাকাবাসীর সাথে  কথা বলে আরও জানা যায়, স¤প্রতি দুর্গন্ধযুক্ত পরিবেশ এলাকার সাধারণ মানুষ খামারের বর্জ্য ফেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা খামারের বর্জ্য সংরক্ষণে বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তাগাদা দেন।
এই ফার্মের বর্জের দূষণের কারণে আশপাশের জমিতে চাষাবাদ হয় না। আশপাশের বাড়ির টিউবওয়েলের পানিতেও এই ফার্মের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আগামী রবিবারের মধ্যে এই ফার্মের দুর্গন্ধ প্রতিকার না করলে এলাকাবাসী ফার্মে তালা লাগিয়ে দিবেন বলে আল্টিমেটাম দিয়েছে।
নর্থ এগ লিমিটেডের ম্যানেজার আশরাফ আলী জানান, খামারের বর্জ্য সংরক্ষণে জন্য ব্যবস্থা করা হচ্ছে। দুর্গন্ধ যেন না ছড়ায় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Spread the love