
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ঠাকুরগাঁও পুরাতন বলাকা সিনেমা হলের সামনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক আব্দুস শহিদ বাবুর সভাপত্বিতে বক্তব্য রাখেন পৌর মেয়র এসএমএ মঈন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, সুমন ঘোষ প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।