মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ফুল কপি ও বাঁধাকপির দাম নিয়ে কৃষক হতাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার নারগুন, গড়েয়া, শিবগঞ্জসহ কয়েকটি গ্রাম সবজি গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এসব এলাকায় এ বছর ফুল কপি ও বাঁধাকপির ফলন ভালো হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় এবছর কৃষক তার উৎপাদিত মূল্য না পেয়ে হতাশায় দিন পার করছেন।

সরেজমিনে শিবগঞ্জ, নারগুন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব চাষিরাই বাঁধাকপি ও ফুলকপির চাষ করেছেন। অন্যবারের তুলনায় ফলন অনেক ভাল হয়েছে। তবে জেলার বাইরে থেকে পাইকার না আসায় বাজারে কপি বিক্রি করতে পারছে কৃষক। তাই অনেকের ক্ষেতে কপি অন্য হয়ে যাচ্ছে।

কৃষকরা জানান, এ কপি ভাল দাম না পাওয়ার আলু লাগাতে ভয় পাচ্ছেন তারা। সবজির মত আলুর বাজারেও এবার দাম কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কৃষি বিভাগের মাঠকর্মীরা সহযোগিতা করায় কপির চাষ অন্য এলাকার তুলনায় অনেক ভাল। বাজারে দাম ও কৃষি বিভাগের আরও সঠিক পরামর্শ পেলে ফলন আরো বৃদ্ধি করা সম্ভব হবে।

কপি চাষি রহমত আলী জানান, তিন বছর আগে তিনিসহ পাঁচ-ছয়জন চাষি এই এলাকায় বাঁধাকপি ও ফুলকপির চাষ শুরু করেন। এ বছর ওই এলাকার প্রায় ১৫০ বিঘা জমিতে কপির চাষ করেছে। বাজারে দাম না পাওয়া হতাশ হয়েছে এলাকার কৃষক।

শিবগঞ্জ এলাকার চাষি সাইদুল ইসলাম জানান, এক বিঘা জমিতে বাঁধাকপির চাষ করতে ১৮ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। গত বছর বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়। কিন্তু এ বছর ১৫-১৭ হাজার টাকা বিঘা বিক্রি করতে হচ্ছে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ভূপেশ কুমার মন্ডল জানান, জেলায় ফুলকপি ও বাধাকপির অনেক ভাল ফলন হয়েছে। কৃষি বিভাগ সময়মত সকল পরামর্শ কৃষষদের দিচ্ছে। বর্তমান বাজারদর কম হওয়ায় কৃষদের লোকসান গুনতে হচ্ছে।

 

Spread the love