
রবিউল এহসান রিপন ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুরুল হক প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র রায় প্রমুখ।