
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়া মহল্লায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রতিবন্ধী আশ্রম ও এতিম খানার ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গতকাল রবিবার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।
এ সয়ম উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর ও ফীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনের উপদেষ্টা দ্রপদী দেবী আগরওয়ালা, সাবেক ভাইস চেয়ারম্যার ও বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আখতার মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশহুরা বেগম প্রমুখ।
প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায় হবে বলে সংশ্লিরা জানিয়েছে। এই এতিম খানা ৩০ জন প্রতিবন্ধী শিশু থাকার সুযোগ পাবে।