রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বন্যাক্রান্ত পরিবারের মাঝে চাল বিতরণ

Th Rঈদ-উল আযহা, বন্যাক্রান্ত ও অন্যান্য দূর্যোগক্রান্ত ফিজিএফ কার্ডধারি পরিবারের মাঝে ঠাকুরগাঁওয়ে চাল বিতরণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল থেকে সদর উপজেলার ২১টি ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। জেলা ত্রাণ ও পূর্নবাসন বিভাগ সুত্র জানায়, আসন্ন ঈদ-উল আযহা, বন্যাক্রান্ত ও অন্যান্য দূর্যোগক্রান্ত পরিবারকে সহায়তার লক্ষে সরকারের বরাদ্দ হিসেবে জেলার ৩টি পৌরসভা, ৫৩টি ইউনিয়নে ৮৮হাজার ৬৫৫জন কার্ডধারির জন্য প্রায় ৯০০ মেঃ টঃ চাল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঈদের আগের দিন পর্যন্ত কার্ডদারিদের মাঝে এসব চাল বিতরণ করবেন পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানগণ। এ বিষয়ে ৩নং আকচাঁ ইউপি চেয়ারম্যন সুব্রত কুমার বর্মন জানান, আমার ইউনিয়নে ১৬২৫জন কার্ডধারিকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। আসন্ন ঈদে অসহায় দরিদ্র পরিবারের মানুষ দুমোঠে খেয়ে ঈদ পালন করবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান তিনি।

Spread the love