মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাস-ভটভটি মুখোমুখি সংষর্ষে নিহত ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই ভটভটির যাত্রী বলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভটভটিচালক মন্টু (২২), হাবিব (২৬) ও জুরান (৩০)। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তারা আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন- মুরাদ (২৫), দুদু (২৪) ও জিন্নাহ (৩০)। হতাহতের সবার বাড়ি সদর উপজেলার লাউথুতি গ্রামে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত ও আহতরা ঠাকুরগাঁও রূহিয়া আজাদ মেলায় যাত্রা দেখে ভটভটিযোগ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভুল্লী চৌরাস্তায় পৌঁছালে ঘনকুয়াশার কারণে দেখতে না পারায় নৈশকোচ বাবলু এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব- ১৪ ১৩২১) সঙ্গে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই জুরান নিহত হন। ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর মন্টু ও হাবিব মারা যান।
তিনি আরও জানান, ভটভটিটি রূহিয়া থেকে লাউথুতি ও নৈশকোচটি ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছিল। নৈশকোচটি আটক করা গেলেও এর চালক পলাতক।

Spread the love