রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড ব্যটালিয়ন বিজিবি’র সেক্টর ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ’র) ডিআইজি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় রাণীশংকৈল জগদল বিওপি সীমান্ত পিলার এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠাকুরগাঁও সেক্টর কর্মান্ডার আকরামুল হক পিএসসি ৫ সদস্য সহ কিষাণগঞ্জ বিএসএফ সেক্টরের কমান্ডর বিং এস পানওয়ারসহ ৮ সদস্য একটি দল অংশ গ্রহন করেন।
প্রায় ২ ঘন্টা ব্যাপি এই বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা, চোরাচালান রোধ, সীমান্ত হত্যা ও মাদক পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যটালিয়ন বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ন মেজর তৌহিদ বিন ইসহাক, ১৮ বর্ডার গার্ড ব্যটালিয়ন বিজিবি’র অধিনায়ন লে: কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, মেয়র নাজমুল ইসলাম, ভারতীয় রক্ষী বাহিনীর পক্ষে টুআইসি শ্রী জিবু মাথু, ডিসি শ্রী পিকে রঙ্গন প্রমুখ।

Spread the love