সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আবাসিক ভবন নির্মাণের কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা শহরের হাজীপাড়াস্থ আশরাফুল ইসলামের দ্বিতল ভবনে কাজ করছিল সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সোনায় হোসেন। এ সময় নিজের অজান্তে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থালে তিনি মারা যান। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।