বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ শ্রমিক লীগের কর্মী সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ শ্রমিক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঠাকুরগাঁও বিদ্যুৎ অফিস চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঠাকুরগাঁও বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকন, সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক রুবেল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের রংপুর বিভাগীয় মহানগর কমিটির সভাপতি মুহাম্মদ রহমত আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।
অনুষ্ঠানে দিনাজপুর, রংপুর, বড় পুকুরিয়া ও ঠাকুরগাঁওয়ের বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love