
রবিউল এহসান রিপন, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা পরিসংখ্যান এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে গিয়ে শেষে হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিসংখ্যানের উপ-পরিচালক আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা প্রমূখ।