
রবিউল এহসান রিপন,ষ্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্বেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমূখ।
পরে কয়েকজন প্রতিবন্ধী শিশুদেরকে সাদা ছড়ি বিতরণ করা হয়।