মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :  যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা যুবলীগের আয়োজনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমবায় মার্কেটে গিয়ে শেষ হয়।
পরে জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশি, জেলা আওয়ামী লীগের নেতা দিপক কুমার রায়, মাহাবুবুর রহমান খোকন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।

Spread the love