শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শংকামুক্ত পরীক্ষা ও ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘শংকামুক্ত জীবন চাই, নিরাপদ ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’ এ দাবিতে এক মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

শনিবার সরকারি মহিলা কলেজ চত্বরে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা অবিলম্বে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।